BLACK iz ব্যাসিক পিএইচপি

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

আমাদের ব্যসিক পিএইচপি মুলত খুলা হয়েছে তাদের কথা মাথায় রেখে যাদের ওয়েব-ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে একটু একটু ধারনা আছে এবং ভাবছেন পিএইচপি শিখবেন কিন্তু বুঝতে পারছেন না কিভবে কোথা থেকে শুরু করবেন। তারা মাত্র ১০০০ টাকার মাধ্যমে আমাদের কোর্সে অংশ গ্রহন করে একজন খুব সহজেই বুঝে নিতে পারবে পিএইচপি এর খুটি নাটি। আমাদের ব্যাসিক পিএইচপি-তে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন!

পিএইচপি কি:

সহজ কথায় পিএইচপি একটি ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মূলত দুই প্রকার, ডেস্কটপ প্রোগ্রামিং আর ওয়েব বা অনলাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । পিএইচপি হল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। পিএইচপি যেকোনো অপারেটিং সিস্টেমে চলে। যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওস ইত্যাদি।

কেন পিএইচপি শিখবেন:

  • ১. আপনি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার জন্য।
  • ২. ই-কমার্স সাইট বানাতেও পিএইচপি এর প্রয়োজন হয়।
  • ৩.o-DESK, Freelancer, Elance এ ভালো আউটর্সোসিং করতে ।
  • ৪. পিএইচপি জানা থাকলে প্রতিষ্ঠিত আইটি র্ফাম গুলিতে চাকরি পেতে সহজ হবে।
  • ৫. আউটর্সোসিং সাইট গুলা অন্যান্য কাজের থেকে পিএইচপি ভিত্তিক কাজ গুলাতে টাকা বেশি দিয়ে থাকে।

পিএইচপি দিয়ে কি কি করা যায়:

  • ১. আপনি কোন সাইটে গিয়ে রেজিস্ট্রেশন এবং লগিন করবেন এই সিস্টেম টা পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৩. সাইটের ভিজিটর হিসাব পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৪. র্সাচ অপশন পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৫. কমেন্ট সিস্টেম পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৬. পোস্ট সিস্টেম পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৭. যে কোন অফিস, সুপার-শপ, কোন শিক্ষা প্রতিষ্ঠান এর অনলাইন সফটওয়্যার বেজ ওয়েব সাইট পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৮. যে কোন ওয়েব র্সাভার কনফিগার করতে পারবেন ।
  • ৯. সাইটের নিরাপত্তা দিতে পারবেন পি এইচ পি দিয়ে । আপনি পি এইচ পি দিয়ে অনলাইনে যা খুশি তাই করতে পারবেন যা বলে শেষ করা যাবে না । তো আর দেরী কেনো আজই জয়েন করুন আমাদের সাথে ।

আমাদের কোর্স টিতে যা থাকছেঃ

  • Variables
  • Statement or condition
  • Operators (অপারেটোর)
  • Loop (লুপ)
  • Arrays (অ্যারেস)
  • Functions (ফাংশন)
  • String Functions
  • Database (ডাটাবেস)

Project:

আমাদের এই কোর্সের আওতায় নিম্নের প্রজেক্টগুলো করান হবে
  • 1. Basic Registration & Login system.
  • 2. Comment System .
  • 3. Free Mail Function.

পিএইচপি কোর্সের ভর্তি সংক্রান্ত তথ্যঃ

কোর্সেটি শুধুমাত্র ব্যাসিক পিএইচপি এর উপর। তবে ব্যাসিক পি এইচ পি কোর্সটিতে ভর্তি বা অংশগ্রহণ করতে আপনাকে অবশ্যই ওয়েব-সাইট ডিজাইন কিংবা ডেভেলপমেন্ট সম্পর্কে ধারনা থাকতে হবে।
  • কোর্স ফিঃ শুধুমাত্র ১০০০ টাকা।
  • ক্লাসের সংখ্যাঃ ৮ থেকে ১২ দিন।
  • ক্লাশের শিডিউলঃ শুক্রবার এবং শনিবার

BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

BLACK iz ব্যাসিক পিএইচপি অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

 

Blogroll

Most Reading

Blogger দ্বারা পরিচালিত.

Tags