এসইও শিখুন অনলাইনে উপার্জন করুন, ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্স!

শনিবার, ২৯ মার্চ, ২০১৪

BLACK iz IT institute কতৃক আয়োজিত এই “ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্স”-এ যে কেউ অনালাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে তার আসন নিশ্চিত করতে পারেন। শুধু তাই নয় BLACK iz IT Institute-এর “ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্স”-এ অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে আরও অনেক সুযোগ সুবিধা।
BLACK iz IT institute একটি ব্যতিক্রম ধর্মি শিক্ষা প্রতিষ্ঠান। BLACK iz IT Institute সম্পূর্ণ জনকল্যান মূলক আইটি প্রশিক্ষণ কেন্দ্র। কিছুদিন পুর্বেই হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ সপ্তাহ ব্যাপী ফ্রি “আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কোর্স” যার আয়োজনে BLACK iz IT Institute এবং এর মিডিয়া পার্টনার ছিল কম্পিউটার জগত। এই “আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কোর্স” টিতে যে কেউ সরাসরি অংশগ্রহন করতে পেরেছে অপরদিকে WebTVNext এর লাইভ স্ট্রিমিং সাপোর্টের মাধ্যমে দেশের যে কোন স্থান থেকে যে কেউর প্রতিটি ক্লাসে লাইভ অংশগ্রহনের সুবিধা ছিল।  আমাদের অ্যাডভান্স এসইও ট্রেনিংটির কোর্স ফি ৫,০০০ টাকা এবং রেজিস্ট্রেসন ফি ১,০০০ টাকা। এককালীন মূল্য পরিশোধের মাধ্যমে ভর্তি হওয়া প্রত্যেকেই পাবেন অনেক সু্যোগ সুবিধা। আমাদে সদ্য সমাপ্ত হওয়া আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কোর্স টি সম্পর্কে আরও কিছু জানতে এখানে ক্লিক করুণ!
শুধু মাত্র এই মাসের (মার্চ-এপ্রিল) জন্য “ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্স“-এ অংশগ্রহণ করলে ১,০০০ টাকা ছাড় পাবে অর্থাৎ শুধুমাত্র ৫,০০০ টাকায় আমাদের “ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্স”-টিতে অংশ গ্রহন করতে পারবেন। BLACK iz IT Institute-এর প্রতিটি ট্রেনিং বা কোর্স নিজের্স বই এবং সিলেবাস অনুসরণ করে করান হয়। ফলে  “Creative Advance SEO Course“-এ অংশ গ্রহনকারী প্রত্যেকেই সম্পুর্ন ফ্রিতেই প্রতিটি ক্লাস ভিডিও আঁকারে দেওয়া হবে এবং প্রত্যেককে একটি টি-শার্ট প্রদান করা হবে। এছাড়াও সকলের জন্য থাকছে BLACK iz IT Institute-এর  নিজস্ব বই এবং প্রয়োজনীয় নোট/শীট এবং এছাড়া আরও অনেক সুযোগ সুবিধাতো থাকছেই। (শুধুমাত্র প্রথম দুটি ব্যচের জন্যেই এই অফারটি প্রযোজ্য।)
SEO Course from Bangladesh

এসইও বা Search engine Optimization কি?

একদম সহজ ভাষায় এসইও এর অপর নাম হচ্ছে অনলাইনে কোন প্রোডাক্ট, সাইট কিংবা তথ্যের প্রচার বৃদ্ধি করা। আর SEO হচ্ছে Search engine Optimization এর সংক্ষিপ্ত রুপ। তবে এই অনলাইন প্রচারটি যখন কিছু টেকনিক এবং নির্দিষ্ট নিয়মের মাধ্যমে করা হয়, তখন এর ভাল ফলাফল পাওয়া যায়। “keyword” উপর base করে বিভিন্ন সার্চ ইঞ্জিনের rules, regulation অনুসরণ করে একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিয়ে আসার পক্রিয়া কেই এসইও (Search engine Optimization) বলে।”

কেন শিখবেন  Search engine Optimization:

বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে (odesk.com, freelancer.com ইত্যাদি)ভিজিট করলে দেখা যায়, এসইওর কাজ সবচাইতে বেশি। আর এসইও এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে তা আমাদের সকলেরই কম বেশী জানা আছে। আরও মজার হচ্ছে অনলাইন জুরে শুধুমাত্র SEO এর কাজই ৬৫% থেকে ৭০%। বাংলাদেশে বা লোকাল মার্কেটেও রয়েছে এসইও অ্যাডভাইজারের এর চাহিদা। শুধু তাই নয় এই চাহিদা দিগুন-তিনগুন আকারে বারছে। বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা অদৃশ্য লড়াই। গুগুলে বা অন্নান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিজের সাইট কে উঠিয়ে আনার লড়াই। আর এই লড়াই এ জিততে প্রতিটি সাইটের মালিক নিজে অথবা এক বা একাধিক এসইও অ্যাডভান্স এর মাধ্যমে প্রতিনিয়তই এসইও করে যাচ্ছে।
BLACK iz IT Institute is organizing free Freelancing and Outsourcing course frequently. The first event of this project "Freelancing and Outsourcing Course" was started from 10th March 2014 and the Co-Organized Parner of this event was ComJagat and the media partner was Computer Jogot. The Course also live telecaster by WebTVNext. Our WebTVNext's address is www.webtvnext.com/itinstitute.

Creative Advance SEO Course এসইও শিখতে যা প্রয়োজনঃ

ইচ্ছা এবং চেষ্টা থাকলে আপনিও হয়ে উঠতে পারেন একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা SEO এক্সপার্ট । SEO এক্সপার্ট হবার জন্য আপনার কোন বিষয়ের উপর অভিজ্ঞতা থাকার দরকার নেই । তবে অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং এর জ্ঞ্যান থাকতে হবে। শুধুই প্রয়োজন গাইড লাইন আর ধারাবাহিক প্রচেস্টা।

ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্সতে যা যা থাকছেঃ

  •     এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
  •     কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
  •     অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
  •     মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
  •     কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।
  •     সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং
  •     ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।
  •     অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
  •     সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।
  •     ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।
  •     আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
  •     লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।
  •     বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক।
  •     পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)।
  •     ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
  •     ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
  •     এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
  •     সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
  •     গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি ।
  •     ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
  •     অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।
  •     Odesk, freelancer, Elance-এর উপর বিশেষ ক্লাশ।
  •     এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়।
  •     Pyramid Linking, Spider Link
  •     WEB 2.0 সহ এসইও এর প্রায় সকল অত্যাধুনিক টেকনিকতো থাকছেই।

এছাড়াও Creative Advance SEO Course-টিতে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর উপর যে বিষয়গুলো থাকছেঃ

১) ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে, আপনার জন্য উপযুক্ত কাজ কোনটি?
২) ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে নিজেকে প্রস্তুত করবেন।
৩) সঠিক ভাবে বিড করার কৌশল, প্রোফাইল ৯০%-১০০% ভাগ যেভাবে সম্পন্ন করবেন।
৪) odesk.com ও freelancer.com এর বিভিন্ন অংশের পরিচিতি।
৫) ওয়েব-সাইট কম্পিটিটর এনালাইসিস এবং গুগোল এডসেন্সের মাধ্যমে আয়ের উপায়।
৬) ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স, লোগো ডিজানিং, ইমেজএডিটিং এর মধ্যামে আয়ের উপায়।
৭) আপনার প্রোফাইল এর পোর্টফোলিও পেজটি যেভাবে পরিপুর্ন করবেন।
৮) ব্লগস্পট সাইট বা নিজের ওয়েব-সাইটের মাধ্যমে যেভাবে আয় করবেন।
৯) কভার লেটার এবং ওয়ার্ক সাবমিশন যেভাবে করবেন।

Creative Advance SEO Course -টিতে অংশগ্রহনকারীদের জন্য আরও যে সকল সুযোগ সুবিধা থাকছেঃ

  • বইঃ SEO এর উপর লিখা আমাদের নিজেদের একটি বই “Advanced Web Matrices, the art of SEO”। (মুল্য ১২০টাকা)
  • ভিডিওঃ প্রতিটি ক্লাসের ভিডিও অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে আরকাইভ আঁকারে প্রদান করা হবে।
  • অন্নান্যঃ প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল। প্রয়োজনীয় সকল সফটওয়্যার।
  • নোটঃ প্রয়োজনীয় ক্লাসের লেকচার শীট নোট আঁকারে দেওয়া হবে।
  • ছাড়ঃ ১,০০০ টাকা ছাড়-এ শুধুমাত্র ৫,০০০ টাকায় অংশ গ্রহনের সুবিধা!
  • টি-শার্টঃ অংশগ্রহনকারী প্রত্যেকের জন্যই থাকছে এক করে টি-শার্ট।
  • কম্পিউটার ল্যাবঃ প্রক্টিক্যাল ক্লাস লাইভ প্রজেক্টের মাধ্যমে  কম্পিউটার ব্যবহারের মাধ্যমে দেখানো হবে।
  • ক্লাস রুমঃ প্রতিটি ক্লাসে প্রজেক্টর এবং ওয়াইট বোর্ড এর সাহায্য নেওয়া হবে।

ক্রিয়েটিভ অ্যাডভান্স অ্যাডভান্স এসইও কোর্স এর ভর্তি সংক্রান্ত নিয়মঃ

“ক্রিয়েটিভ অ্যাডভান্স অ্যাডভান্স এসইও কোর্স“-এর ফী ৫,০০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফী ১,০০০ টাকা। বর্তমানে আমাদের এসইও ট্রেনিংটি-তে এ মাসের জন্য ছাড় চলছে, এই কোর্সটিতে অংশগ্রহন করতে ইচ্চুক যে কেউ শুধুমাত্র কোর্স ফি ৫,০০০ টাকার মাধ্যমে অংশগ্রহন করতে পারবে। প্রত্যেক কে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল রেজিস্ট্রেশন এর ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে সময়, স্থান, ট্রেনিং শিডিউল সহ সকল তথ্য জানান হবে।

Creative Advance SEO Course সম্পর্কে আরও কিছু তথ্যঃ

  •     মোট ক্লাস সংখ্যাঃ ১৬-১৮টি। (১.৫-২ মাস)
  •     ক্লাসের দিনঃ প্রতি শুক্রবার-শনিবার ক্লাস।
  •     ক্লাসের সময়ঃ সকাল ১০.৩০ এবং দুপুর ৩.৩০
  •     মোট আসন সংখ্যাঃ ৩০ জন। (প্রতি ব্যাচে)
  •     স্থানঃ ১ লেক সার্কাস, কলাবাগান বাসস্টান্ড, ধানমন্ডি (MABS ভবনের ২য় তলা) ঢাকা ।

ক্রিয়েটিভ অ্যাডভান্স অ্যাডভান্স এসইও কোর্স-এ অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।



ইমেইল : institute@black-iz.com, info@black-iz.com
SkyPe ID : help.blackiz
ফেসবুক গ্রুপ : www.facebook.com/groups/blackiz.itinstitute/
ফেসবুক ফেনপেজ : www.facebook.com/blackizitinst/
ফেসবুক ইভেন্ট : www.facebook.com/events/279421995547464/
ওয়েব-সাইট :  www.inst.black-iz.com

      প্রথম পাতা     সম্পর্কে     নোটিশ     কোর্স সমুহ     শিক্ষক মন্ডলি     রেজিস্ট্রেশন     যোগাযোগ     পুরাতন সাইট   নিম্নের ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন! রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ!

Click to register with Creative Advance SEO Course!


BLACK iz IT institute যোগাযগের ঠিকানাঃ

ঠিকানাঃ ১নং বিল্ডিং , লেক সার্কাস(২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান,
বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭ – বাংলাদেশ

ফোন: ০১৬৭১৫০২৩৯৬, ০১৭১৭৬৯৫৬৩১, ০১৯১৮৭৫৬২২২

০১৯৪৩৬১০০১২, ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮


 

Blogroll

Most Reading

Blogger দ্বারা পরিচালিত.

Tags