• গ্রাফিক'স এক্সপার্ট




কেউ যদি বলে এমন চাকুরীর কথা যা করে মনের তৃপ্তি পূর্নরূপে পাওয়ার সাথে সাথে ভাল আয় করা যায়, তাহলে প্রথমেই আসবে গ্রাফিকস ডিজাইনের কথা। আইটি ক্যারিয়ারের ক্ষেত্রেও এই নাম আসবে সবার প্রথমে। ফটোগ্রাফার, ওয়েবডিজাইনার, ইন্টারিওর ডিজাইন, লোগো ডিজাইনার, এনিমেশন কিংবা ফ্যাশন ডিজাইনার যা হতে চান সবার আগে আপনাকে গ্রাফিকস ডিজাইন জানা জরুরী।এই জন্যই একজন গ্রাফিকস ডিজাইনারের এত চাহিদা। এই চাহিদা দেশের যে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি, আউটসোর্সিংয়েও রয়েছে অনেক সুযোগ।এক গবেষনাতে দেখা গেছে একজন সাধারন মানের গ্রাফিকস ডিজাইনার ঘরে বসে অনলাইন হতে প্রতি মাসে গড়ে ৩০,০০০(ত্রিশ হাজার)- ১,০০,০০০(এক লাখ)টাকা পযন্ত আয় করে।
.
 
 কাদের জন্য গ্রাফিকস সার্ভিস / ডিজাইনার দরকার
.
১) ডিজিটাল ফটোগ্রাফার
২) ডিজাইন হাউজ
৩) প্রিন্টিং হাউজ
৪) অনলাইন খুচরা বিক্রেতা
৫) ই-কমার্স ওয়েবসাইট
৬) ম্যাগাজিন/ পত্রিকা কোম্পানী
৭) ক্যাটালগ কোম্পানী
৮) ফটোস্টুডিও
৯) ফ্যাশন হাউজ
১০) ওয়েবডিজাইন কোম্পানী
১১) বিঞ্জাপন এজেন্সী
ইত্যাদি আরও অনেক
.

BLACK iz প্রফেশোনাল গ্রাফিক'স ডিজাইনার কোর্সে যা শিখানো হবে

╚ সফটওয়্যারঃ এডোব ফটোশপ, এডোব ইলাস্ট্রেটর, এডোব ইনডিজাইন, এডোব ফায়ারওয়ার্কস, এডোব ফ্লাশ ।

╚ কাজঃ লোগো ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ডিজিটাল ইমেজ প্রসেসিং, মোবাইল অ্যাপ ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, ওয়েব অ্যাড নির্মান, বুক কভার ডিজাইন ইত্যাদি।

.
মাইক্রোসফ্ট ওয়ার্ড 2003/ 2007/2010/2013
ভর্তি তথ্যঃ
ক্লাশ শুরুঃ ৩০জানুয়ারী ’২০১৩
দিনঃ শুক্র-শনি বার
কোর্স সময়কালঃ ৪মাস (মোট ৩২ টি ক্লাশ)

কোর্স ফিঃ ৬,০০০ টাকা
এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।
free webdesign, seo from bangladesh

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

 

Blogroll

Most Reading

Blogger দ্বারা পরিচালিত.

Tags