ওয়েব
দুনিয়ায় কত শত ওয়েবসাইট, নানান রকম ডিজাইন, আপনি যদি সৃজনশীল হয়ে থাকেন তবে
এরকম ওয়েবসাইট আপনিও তৈরি করতে পারেন। গ্রাহকদের ওয়েবসাইট তৈরি করে
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকেও প্রচুর আয় রোজগারের সুযোগ রয়েছে। তবে
ওয়েব ডিজাইনে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে।
আপনার যদি মনোবল আর ইচ্ছা থাকে, তবে এই দক্ষতা অর্জন কোন ব্যাপারই নয়।
আমাদের "BLACK iz প্রফেশনাল ওয়েব ডিজাইনার" কোর্সটি আপনাকে একজন দক্ষ
এবং অভিজ্ঞ ওয়েব ডিজাইনার গড়ে উঠতে সহায়তা করবে।
ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র: একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। বাংলাদেশী যত ওয়েব ডিজাইনার ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেন তাঁদের প্রোফাইল ভিজিট করলেই আপনি দেখবেন কি পরিমাণ অর্থ তাঁরা আয় করছেন।
কি কি শেখানো হবেঃ
• নোট-প্যাডের সাদা পৃষ্ঠা থেকে ওয়েব-সাইট বানানো।
• এইচ.টি.এম.এল. সম্পর্কে বিস্তারিত তথ্য।
• সিএসএস (বা স্টাইল সিএসএস) ডিজাইন করা।
• ওয়ার্ড-প্রেস সাইট ডিজাইন এবং কাস্টমাইজেশন করা।
• ড্রিমওয়েভার এর সম্পুর্ন ব্যবহার।
• সি-প্যনেল / হোস্টিং সার্ভার সম্পর্কে ধারনা।
• ওয়েব-সাইটে ভিবিন্ন প্লাগইন-এর ব্যবহার।
• টেমপ্লেট ইডিট/পরিবর্তন করা।
• অন-পেজ এসইও করা।
• ওয়েব মাস্টার টুলের ব্যবহার করা।
• পিকচার/ছবি ইডিটিং করা।
• ভিবিন্ন ভাষায় ওয়েব-সাইট রুপান্তর করা।
ভর্তি এবং প্রশিক্ষণ ফিঃ
আমরা প্রতি দু’মাস পর পরই নতুন ব্যাচ শুরু করি। কোর্সের মোট সময় তিন মাস দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ। মোট প্রশিক্ষন ফি: ৭,০০০ টাকা। আরোও বিস্তারিত জানতে চাইলে বা "BLACK iz প্রফেশনাল ওয়েব ডিজাইনার" সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানতে পারেন। (প্রতি মাসের ৩০ তারিখ নিবন্ধনের শেষ সময়।)
ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র: একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। বাংলাদেশী যত ওয়েব ডিজাইনার ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেন তাঁদের প্রোফাইল ভিজিট করলেই আপনি দেখবেন কি পরিমাণ অর্থ তাঁরা আয় করছেন।
.
"BLACK iz
প্রফেশনাল ওয়েব ডিজাইনার" এ প্রশিক্ষণটি সমাপ্ত করার পর যেকোন ওয়েবসাইট
তৈরির কাজ তো করতে পারবেনই, পাশাপাশি আপনি ওয়ার্ড-প্রেস এবং
এইচ.টি.এম.এল.-এর সম্পর্কে ইডিট/পরিবর্তন সহ অন্যান্ন সকল প্রকার সিএমএস
সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ব্যানার, অ্যাড, অ্যানিমেটেড ছবি তৈরি
করতে পারবেন।কি কি শেখানো হবেঃ
• নোট-প্যাডের সাদা পৃষ্ঠা থেকে ওয়েব-সাইট বানানো।
• এইচ.টি.এম.এল. সম্পর্কে বিস্তারিত তথ্য।
• সিএসএস (বা স্টাইল সিএসএস) ডিজাইন করা।
• ওয়ার্ড-প্রেস সাইট ডিজাইন এবং কাস্টমাইজেশন করা।
• ড্রিমওয়েভার এর সম্পুর্ন ব্যবহার।
• সি-প্যনেল / হোস্টিং সার্ভার সম্পর্কে ধারনা।
• ওয়েব-সাইটে ভিবিন্ন প্লাগইন-এর ব্যবহার।
• টেমপ্লেট ইডিট/পরিবর্তন করা।
• অন-পেজ এসইও করা।
• ওয়েব মাস্টার টুলের ব্যবহার করা।
• পিকচার/ছবি ইডিটিং করা।
• ভিবিন্ন ভাষায় ওয়েব-সাইট রুপান্তর করা।
আমরা প্রতি দু’মাস পর পরই নতুন ব্যাচ শুরু করি। কোর্সের মোট সময় তিন মাস দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ। মোট প্রশিক্ষন ফি: ৭,০০০ টাকা। আরোও বিস্তারিত জানতে চাইলে বা "BLACK iz প্রফেশনাল ওয়েব ডিজাইনার" সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানতে পারেন। (প্রতি মাসের ৩০ তারিখ নিবন্ধনের শেষ সময়।)