এসইও করার পদ্ধতি- অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পদ্ধতি

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩


গত ২বছরে গুগলের নতুন কয়েকটি আপডেট (পান্ডা, পেঙ্গুইন) দেখেছি কিংবা শুনেছি। অনেকে এটা দেখে খুব বেশি হতাশ, কেউ কেউ আতংকিত। স্বাভাবিকভাবে এটা এজন্য অনেক বেশি আলোচিত। এ আলোচিত বিষয় নিয়েই আজকে এখানে লিখতে বসেছি। আজকে আমার পুরো লিখাটাকে ৩টি ভাগে ভাগ করে লিখব।
প্রথমতঃ এস ই ও কি?
দ্বিতীয়তঃ কেন গুগলের আপডেট?
তৃতীয়তঃ এসইও করার সঠিক পদ্ধতি

 এসইও কি?



সহজভাবে বলতে পারি এসইও করা হয় কোন কোম্পানীর পণ্যের অধিক প্রচারের জন্য,  অনলাইনে করা হয় এ প্রচার। এটা যারা কাজ করে কিংবা এসইও কাজ কাজ শিখায় তাদের সবার মুখের কথা হলেও কাজ করার ক্ষেত্রে তার প্রতিফলন খুব কম।
আমার প্রধান লক্ষ্য হচ্ছে পণ্যের প্রচার। সুতরাং বিভিন্নভাবে পণ্যের তথ্য মানুষের কাছে পৌছাতে হতে হবে। আমরা গুগল সার্চে টপে আসসে কিনা সেটা নিয়ে যতটা চিন্তিত থাকি, ততটা ভিজিটর কেমন আসতেছে সেটা নিয়ে ভাবি কম। এবং চিন্তার ধরনটা এ দিকে হওয়ার কারণেই স্পামিং করা হয় যেটাকে আমরা বলি ব্ল্যাক হেট এস ই ও। যদি আমাদের চিন্তা ভিজিটর নিয়ে হত, তাহলে আমাদের চিন্তা ভাবনা অনেক বেশি ক্রিয়েটিভ হত। ভিজিটরকে আকর্ষণ করার চেষ্টা হত, গুগলকে নয়।
আমরা যদি লোকাল কোন একটি ব্যবসার কথা চিন্তা করি, ব্যবসাকে ভালভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য প্রথমে অফিস ডেকোরেশন করার চিন্তা করি। যতসুন্দরভাবে সাজানো যায় ততবেশি মানুষ সেই অফিসের প্রতি আস্থা পায়, মানুষ বুঝতে পারে এ অফিস ভুয়া না, তাদের কাছে গেলে আমি আমার সার্ভিস ভালভাবে পাব। যদি এটাকে অনলাইনে চিন্তা করি। তাহলে ওয়েবসাইটকে সুন্দর করে সাজানো হচ্ছে প্রথম কাজ।আর এটাকেই বলে অনপেজ এসইও। এভাবে যদি আমি চিন্তা করি, তাহলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়।যেমনঃ কোন প্রতিষ্ঠান ধরনের সেবা দেয়, সেটা যাতে তাদের অফিসের গেট খুলে ঢোকা মাত্র বোঝা যায়, সে ব্যবস্থা করা হয়। একটি ওয়েবসাইটের ক্ষেত্রেও সেটাই করতে হবে। সেজন্য আমরা h1, title, image alt সহ অন্যান্য অনপেইজ প্রসেসগুলো করে থাকি।
আমাদের অফিস সাজানো শেষ। খুব ভাল করে ডেকোরেশন করলাম, অনেক খরচ করলাম। তারপর যদি আশা করি আমার ব্যবসাতে সফল হয়ে যাব, তাহলে ভুল হবে।আমাকে এবার আসতে প্রচারে। যেটাকে বলি মার্কেটিং। এমার্কেটিং অনেকভাবে করতে পারি। লিফলেট, পোস্টার, টিভিতে বিজ্ঞাপন, সেমিনারের মাধ্যমে সহ আরও অনেক পদ্ধতি অনেকে ব্যবহার করে। যার যার সামর্থ্য অনুযায়ী এগুলো করা হয়। অনলাইনের ক্ষেত্রে এ ধরনের কাজকে বলি অফপেজ এসইও। আর এ কাজের জন্য আমরা যেসব জায়গাগুলোতে মানুষ পাওয়া যাবে, সেগুলোতে গিয়ে প্রচার করে থাকি। যেমন, সোশ্যাল মিডিয়া, গেস্ট ব্লগিং, ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং সহ আরও অনেক কিছু।আশাকরি সবার কাছে এসইও এর ব্যাপারটা পরিস্কার।

 কেন গুগলের আপডেট?

গুগলের সার্চ হচ্ছে মানুষের জন্য সেবা। মানুষ যাতে তার প্রয়োজনীয় তথ্য কিছু সার্চ দিলেই পেতে পারে, গুগল সেই সেবাটাই সবসময় দিয়ে আসছে। গুগল চায় যে কেউ কোন কিছু সার্চ দিলে যাতে সে সম্পর্কিত এমন কোন ওয়েবসাইট খুজে পায় যেখানে তার সঠিক তথ্য পায় কিংবা এটা না বলে বলতে পারি, যে তথ্য তার দরকার, সেটা যেন প্রয়োজনমত খুজে পায়। গুগল এ কাজটা করে অটোমেশন সিস্টেমে।
এ প্রক্রিয়াটি করতে গিয়ে দেখা গেল, অনেকে সার্চ দিচ্ছে কিন্তু তার প্রয়োজনীয় ওয়েবসাইটটি খুজে পাচ্ছে ৪-৫ নং পৃষ্ঠাতে কিংবা আরও পরে। তাহলে যে তার তথ্য খুজছে, সে সহজে তার তথ্য পাচ্ছেনা।গুগল ভাল ওয়েবসাইট নির্ণয় করার জন্য যা যা চেক করত, সেটা নিয়ে ভাবনা শুরু করল। গুগল আগে দেখত একটা ওয়েবসাইটকে কতটি ওয়েবসাইট থেকে রিকমান্ড করা হয়েছে। আর এই রিকমান্ড পাওয়ার জন্য সবাই প্রচুর পরিমানে লিংক বিল্ডিং করা শুরু করল।ব্যাপারটাকে আরও সহজ করে বলার জন্য সাধারণভাবে যদি বলি। আমি ভোটে দাড়িয়েছি। অনেককে রিকোয়েষ্ট করতেছি, আমাকে ভাল বলার জন্য, অনেক সময় এজন্য প্রচুর টাকাও খরচ করছি। এ প্রসেসে দেখা যায় চোর, ডাকাত সবারই ভাল বলার জন্য প্রচুর লোক আছে। এখন আর সেভাবে ভাল বললেই কেউ তাকে ভাল হিসেবে বিশ্বাস করেনা।
আবার আসি, অনলাইনে। গুগল দেখল, লিংক বিল্ডিং করে অনেক খারাপ ওয়েবসাইটও চলে আসছে টপে। অন্যদিকে ভাল অনেক ওয়েবসাইট চলে যাচ্ছে পিছনে।গুগল তাদের সেবাকে ভাল করার জন্য ভাল ওয়েবসাইট নির্ণয়ের পদ্ধতিতে পরিবর্তন আনল। এজন্য আসা শুরু হল একের পর এক আপডেট। যেটাকে বলা হয় পেঙ্গুইন, পান্ডা আপডেট। অনেকে এই আপডেটকে ভাল চোখে দেখছেনা। কারন কোন প্রকার নিজের ক্রিয়েটিভিটিকে ব্যবহার না করেও কিংবা কোন যোগ্যতা ছাড়া আগে এস ই ও করা যেত। আর এখন আর সেটা পারা যায়না। গুগল এখন ভাল ওয়েবসাইট নির্ণয়ের জন্য দেখা শুরু করল, মানুষ এ ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিট করে, কতক্ষন ওয়েবসাইটে অবস্থান করে, আরও দেখা শুরু করল ওয়েবসাইটে এসে এক পেজে থাকে নাকি অন্য পেজে যায়। যদি কোন ওয়েবসাইটে প্রচুর মানুষ আছে, তারা যদি অনেক বেশি এখানে অবস্থান করে এবং একপেজ থেকে অন্য পেজে যাওয়া আসা করে তাহলে ধরে নিতে হবে, মানুষ এ ওয়েবসাইটকে পছন্দ করছে।মানুষ যেহেতু এ ওয়েবসাইটকে পছন্দ করছে, তাহলে বলা যায় এটি একটি ভাল ওয়েবসাইট। মানুষ যেহেতু এটাকে ভাল বলছে, সুতরাং গুগলেরও ভাল বলতে কোন সমস্যা নাই।অর্থাৎ নতুন আপডেটের মুল বক্তব্য হচ্ছে, কখনও গুগলকে চিন্তা করে যাতে এসইও করা না হয়, এস ই ও করতে হবে মানুষের জন্য। যেটাকে মানুষ পছন্দ করবে, গুগল ও সেটাকে পছন্দ করবে।

 এসইও করার সঠিক পদ্ধতি

অনেকে বলে এসইও করার বর্তমান পদ্ধতি কি? এখানে অতীত, বর্তমান, কিংবা ভবিষ্যৎ নিয়ে আমি কখনও চিন্তিত হইনি। ৩ বছর আগেও আমি যেভাবে এসইও করেছি, এখনও একই পদ্ধতিতে এসইও করতেছি। আমার কোন ওয়েবসাইটে কখনও সমস্যা হয়নি। কারন আমি কখনও খেয়াল করার চেষ্টা করিনি যে ওয়েবসাইট গুগলে উঠেছে কিনা সবসময় খেয়াল রাখার চেষ্টা করেছি, মানুষ কি পরিমান আমার ওয়েভসাইটে ভিজিট করছে। সে ভিজিটর গুগলের মাধ্যমে নাকি কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা অন্য কোন মাধ্যমে আসতেছে সেটা নিয়ে আমার খুব বেশি চিন্তা ছিলনা। এখানে নিয়মিত ভিজিটর আসলে অটোমেটিক সেটা গুগলের টপে চলে আসে। ভিজিটর পাওয়ার জন্য তিন বছর ধরে আমি যা করি সেটা এখানে সবার সাথে শেয়ার করলাম।
-   গেষ্ট ব্লগিং করি। কারন গেস্ট ব্লগিং সাইটগুলোতে নিজেদের কিছু নিয়মিত পাঠক থাকে। উদাহরণ যদি বলি, বাংলাদেশের জনপ্রিয় গেস্ট ব্লগ সাইট টেকটিউনসকে নিয়ে বলি। আমার জানামতে বাংলাদেশের প্রচুর ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন  শুরু করে ফেসবুকে ঢুকে, তারপর সে অবশ্যই একবার টেক টিউনস থেকে ঘুরে আসে। আর আমার ক্ষেত্রে বলব প্রতি ঘন্টাতে একবার হলেও চেক করি নতুন কোন পোস্ট পাওয়া যায় কিনা। সুতরাং গেস্ট ব্লগিং সাইটগুলোতে কোন পোস্ট দিলে ও সেখানে নিজের ওয়েবসাইটের লিংক দিলে, এখানের অনেক ভিজিটর আপনার ওয়েবসাইটের ব্যপারে আগ্রহ বোধ করতে পারে। তবে আপনার লেখাটা দিয়ে মানুষের মাঝে আগ্রহটি তৈরি করতে হবে যাতে সে আপনার ওয়েবসাইটে ঘুরে আসে। তাহলে গেস্ট ব্লগিং করে পাচ্ছি অনেক ভিজিটর্। আরও ভাল ফলাফলের জন্য আমার পোস্টটির লিংককে সোশ্যাল মিডিয়ার অনেক জায়গাতে শেয়ার দেই, যাতে যারা টেকটিউনসে আসেনা, তারাও যাতে এ লেখাটির ব্যাপারে জানতে পারে, এবং এটা পড়তে পারে।
-   সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী অনেক। সুতরাং এখান থেকে পাওয়া যাবে প্রচুর ভিজিটর। কিন্তু যারা গুগলের কথা চিন্তা করে এসইও করে, তারা তাদের ওয়েবসাইটের লিংকটি শুধু দিয়ে আসে সোশ্যাল মিডিয়াতে। আর আমার চিন্তা যেহেতু ভিজিটর, আমি কোন লিংক দেয়ার সাথে সাথে এমন কিছু কথা লিখে আছি যাতে যে কেউ আমার লিংকটিতে একবার ঘুরে আসতে আগ্রহবোধ করে।
-   ফোরাম পোস্টিং কিংবা ব্লগ কমেন্টিং করার সময়ও মাথাতে চিন্তা থাকে, আমার পোস্টটি দেখে যাতে কেউ আমার লিংকটিতে একবার ঘুরে আসে।
-   তাছাড়া ইমেইল মার্কেটিং ও বিজ্ঞাপন সাইটগুলোতে বিজ্ঞাপন দিয়ে মানুষকে আমার ওয়েবসাইটের ব্যাপারে তথ্য জানাই।
-   অনপেজ এসইও ক্ষেত্রে সুন্দর কোন কনটেন্ট যেটা কারও কাছ থেকে নকল হবেনা, সেরকম কিছু লিখার চেস্টা থাকে সবসময়।
শুধু এটুকু চেষ্টা করেই আমি সবসময় সফল। গুগলের যত আপডেট আসুক, আমার পদ্ধতিতে পরিবর্তন আসেনি কখনও। ভবিষ্যতেও সফল হব, আমার বিশ্বাস। কারণ চায় ভাল ভিজিটর, ভাল ওয়েবসাইট। আর আমি সেকাজটি করি কিন্তু গুগলের জন্য করিনা, করি শুধুমাত্র মানুষের জন্য। আর অন্যদের জন্য বলব যারা লিংক বিল্ডিং করে এ কাজ করেন, তাহলে সম্মানের সাথে বলতে চাই এসইও এর কাজ আপনার জন্য না।  এতদিন এভাবে সফল হয়েছেন কিন্তু এখন আপনাদের রিটায়ার্ড করার সময় হয়েছে।
এসইও নিয়ে কিছু শেখার থাকলে কিংবা আরও কিছু জানার থাকলে ফেসবুক গ্রুপে এসে প্রশ্ন করতে পারেন।

এছাড়াও SEO এর উপর অ্যাডভাঞ্চ কোর্স করতে পারেন সুধু মাত্র ১০০০ টাকার রেজিস্ট্রেশন ফি দিয়ে । কোর্স টি সাধারন ফি ৭০০০ টাকা সুধু মাত্র এই মাসের জন্য এই অফার ।   রেজিস্ট্রেশন এর জন্য এখানে ক্লিক করুন  

এই কোর্সে যা যা থাকবেঃ

• এসইও কি, এসইও কতপ্রকার?

• কী ওয়ার্ড রিসার্চ কি, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।

• অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।

• মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।

• কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিপ্লেসমেন্ট, সাইট ম্যাপ।

• সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং, ওয়েবসাইট এসইও স্ট্রাকচার মেকিং ।

• অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।

• সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স) এর ব্যবহার।

• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি ।

• ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।

• আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।

• লিংক হুইল, গেস্ট ব্লগিং, , আর্টিকেল মার্কেটিং।

• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি।

• পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক! )।SEO কি, কেন শিখবেন এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ! (+ফ্রী কিছু ই-বুক)

• ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।

• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।

• এসইও টাইটেল ট্যাগ, এস
ইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।

• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।

• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্দতি।

• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।

• অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।

○ BLACK iz IT Intitute এর দু-মাস ব্যাপী মাত্র ১,০০০ টাকার মাধ্যমে SEO এবং ফ্রিল্যান্সিং এর উপর কোর্সের আয়োজন করেছে (লিংক-এ ক্লিক করে রেজিস্ট্রেসন করুন)

এসইও টিপস: ওয়েবসাইটে ও ব্লগের সর্বোচ ভিজিটর বাড়ানোর দশটি টিপস।


এসইও টিপস: ওয়েবসাইটে ও ব্লগের সর্বোচ ভিজিটর বাড়ানোর দশটি টিপস।
সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।আজ আপনাদের জন্য ভিন্ন এক টিউন নিয়ে এসেছি।ওয়েব সাইট বানিয়ে বসে রয়েছেন ভিজিটর নাই ইনকাম ও নাই।শুধু শুধু চিন্তা করেন যে টাকা খরচ করে সাইট বানিয়েছি অথছ কোন ভিজিটরও নাই ইনকাম নাই।আবার অনেকে কস্ট করে ব্লগ সাইট বানিয়েও ভিজিটর পাচ্ছেন না।যাই হোক আমার মনে হয় কয়েকটি নিয়ম মেনে সাইটে কাজ করলে এমনিতে ভিজিটর পাবেন আর তখনি ইনকাম ও শুরু হবে।আমার মনে হয় এই কয়েকটি টিপস আপনাদের কাজে ও লাগতে পারে। 

 ১| ডোমেনের নাম: ডোমেনের নাম একটা বড় ফেক্টর কারন একটা সহজ নাম কে মানুষ সব মনে রাখে বা মনে চলে আসে।ধরুন আপনি আন্ড্রয়েডের উপর একটা সাইট বানবেন তাহলে এই নামের সাথে মিল রেখে একটা নাম রাখবেন যাতে মানুষের বুঝতে সুবিধা হয়।ধরুন আমি একটা নাম দিলাম আন্ড্রয়েডের সাথে মিল রেখে তাহলে কিন্তু মানুষ সহজে মনে রাখতে পারবে।

২|নিয়মিত পোস্ট: আপনি সাইট বানিয়ে কয়েকটি পোস্ট দিয়ে ফেলে রেখেছেন মনে করছেন এমনিতেই ভিজিটর আসবে তাহলে আপনার এই ধারনা ভুল! কারন আপনার সাইটে যদি আপনি সব সময় নতুন পোস্ট আপডেট করেন তাহলে ভিজিটর ক্রমান্বয়ে বাড়তে থাকবে।কারন মানুষ সব সময় নতুন জিনিস ওয়েব সাইটে দেখতে চায়।এইটা করলে আপনি দরাবাদা ভিজিটর পেয়ে যাবেন।যারা নতুন পোস্টের আশায় বসে থাকে।
৩| প্রচারনা চালানো: সাইট বানিয়েছেন প্রচারনা চালাবেননা তাহলে হবে।আপনি সাইট বানিয়েছেন এটা অনলাইনে অপলাইনে শুধু প্রচার করবেন।কারন প্রচারেই প্রসার।
৪| রিপ্লাই এন্ড কমেন্টস: আপনার সাইটে রিপ্লাই কমেন্সের ব্যাবস্থা রাখবেন যাতে মানুষ বিভিন্ন পোস্টের উপর তার মতামত রাখতে পারেন।আর কমেন্টস বক্স এড করেই বসে থাকবেন না।প্রতিটি কমেন্টসেরি রিপ্লাই করবেন।তাহলে ভিজিটররা একটা ভালো ধারনা নিয়ে আপনার সাইটে সব সময় ভিজিট করবে।
মাইক্রোসফ্ট ওয়ার্ড 2003/ 2007/2010/2013
৫| বিভিন্ন পোস্টে ক্লিয়ার ইমেজ এন্ড ভিডিও রাখা: আপনার প্রতিটি পোস্টে ক্লিয়ার ইমেজ দেয়ার চেস্টা করবেন তাহলে আপনার পোস্টটি সম্পর্কে ভালো ধারনা থাকবে।আর যদি পারেন পোস্ট রিলেটেড ভিডিও টিউটোরিয়াল দেয়ার চেস্টা করবেন।
৬| জনপ্রিয় পোস্ট গুলো লেখা: যে বিষয়ের উপর পোস্ট লেখা সেই বিষয়ের উপর সম সাময়িক জনপ্রিয় টপিকসের উপর পোস্ট লেখা।
৭| জনপ্রিয় টুলস গুলু রাখা: আপনার সাইট সম্পর্কিত জনপ্রিয় টুলস গুলু রাখা যাতে ভিজিটর রা সহজে তা নিতে পারে।
৮| সাইটের ভালো দিক নির্দেশনা: আপনার সাইট বানানোর সময় মনে রাখবেন যাতে সাইটটি দেখতে খুব সুন্দর দেখা যায়।সাইটে ভালো দিক নির্দেশনা দিবেন সাইটে পেইজ নাম্বার যুক্ত করবেন।সাইটের পুরাপুরি ম্যাপ দিয়ে রাখবেন যাতে ভিজিটররা সহজে সাইটের সব কিছু খুজে নিতে পারে।সাইটে রিলেটেড পোস্ট যুক্ত করবেন তাহলে দেখবেন পেইজ ভিউ অনেক বেড়ে যাবে।
৯| নিজের প্রতিযোগি সাইট গুলো দেখা: আপনির বিষয়ের উপর আরো যাদের সাইট আছে তাদের লেখা গুলো পড়বেন তাহলে প্রতিযোগিতার মার্কেটে তাদের সাথে টিকে থাকতে পারবেন কারন তারা কি লেখে সেটার উপর বেইজ করে আপনিও আরো ভালো পোস্ট লিখবেন।
১০| এস ই ও : আর সব শেষে বলবো এস ই ও আর কাজ বেশি বেশি করা এটাই আপনার সব চেয়ে বেশি ভিজিটর নিয়ে আসবে।

এছাড়াও SEO এর উপর অ্যাডভাঞ্চ কোর্স করতে পারেন সুধু মাত্র ১০০০ টাকার রেজিস্ট্রেশন ফি দিয়ে । কোর্স টি সাধারন ফি ৭০০০ টাকা সুধু মাত্র এই মাসের জন্য এই অফার ।   রেজিস্ট্রেশন এর জন্য এখানে ক্লিক করুন  

এই কোর্সে যা যা থাকবেঃ

• এসইও কি, এসইও কতপ্রকার?

• কী ওয়ার্ড রিসার্চ কি, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।

• অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।

• মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।

• কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিপ্লেসমেন্ট, সাইট ম্যাপ।

• সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং, ওয়েবসাইট এসইও স্ট্রাকচার মেকিং ।

• অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।

• সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স) এর ব্যবহার।

• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি ।

• ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।

• আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।

• লিংক হুইল, গেস্ট ব্লগিং, , আর্টিকেল মার্কেটিং।

• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি।

• পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক! )।SEO কি, কেন শিখবেন এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ! (+ফ্রী কিছু ই-বুক)

• ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।

• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।

• এসইও টাইটেল ট্যাগ, এস
ইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।

• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।

• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্দতি।

• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।

• অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।

○ BLACK iz IT Intitute এর দু-মাস ব্যাপী মাত্র ১,০০০ টাকার মাধ্যমে SEO এবং ফ্রিল্যান্সিং এর উপর কোর্সের আয়োজন করেছে (লিংক-এ ক্লিক করে রেজিস্ট্রেসন করুন)

SEO কি, কেন শিখবেন এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ!

• SEO কিঃ

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে ধারাবাহিক পরিবর্তনের মধ্যমে একটি ওয়েবসাইটের উন্নতি সাধন করা। এই পরিবর্তনগুলো হয়তো আলাদা ভাবে চোখে পড়বে না কিন্তু সামগ্রিকভাবে এর মাধ্যমে একটি সাইটের ব্রাউজিং এর স্বাচ্ছন্দবোধ অনেকাংশে বেড়ে যায় এবং অর্গানিক বা স্বাভাবিক সার্চ রেজাল্টে সাইটকে শীর্ষ অবস্থানের দিকে নিয়ে যায়। সাবাই চায় তার ব্লগ বা ওয়েব সাইট গুগল কিংবা বিং-য়ের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP)-এর সবচেয়ে উপরের দিকে রাখতে। আর এই জন্যই ইফেক্টিভ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয় যেন সার্চ ইঞ্জিন ওয়েবসাইট বা এর কনটেন্টকে গুলোকে দ্রুত খুঁজে পায় এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP) এর প্রথমদিকে প্রদর্শন করতে পারে।

• কেন শিখবেন SEO:

SEO, এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ২০১২ তে বাংলাদেশ এই SEO এর উপর কাজ করে ফ্রিলেন্সার.কম এ বিশ্বের মধ্যে প্রথম হয়েছে এবং অনলাইন মার্কেট প্লেসে যতগুলা কাজ রয়েছে তার মধ্যে এই SEO এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে। আরও মজার হচ্ছে অনলাইন জুরে শুধুমাত্র SEO এর কাজই ৬৫% থেকে ৭০%। তাই অনলাইন মার্কেট নিয়ে এসইও-এর ব্যাপারে আশা করি এর বেশী কিছুই বলার প্রয়োজন নেই।

• SEO শিখতে কি প্রয়োজনঃ

আপনিও হয়ে উঠতে পারেন একজন আদর্শ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা SEO এক্সপার্ট। এস.ই.ও. এক্সপার্ট হতে আপনার কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুই প্রয়োজন গাইড লাইন আর ধারাবাহিক প্রচেস্টা।

• বাংলাদেশে এর ভবিষ্যৎঃ

অনলাইন মার্কেটপ্লেস আর আনতর্জাতিক মার্কেটে SEO এক্সপার্ট-এর চাহিদার কথা অনেক হয়েছে এবার আসুন, ছোট একটা উধাহরনের মাধ্যমেই দেখেনিই বাংলাদেশে SEO এক্সপার্ট-এর চাহিদা। অনেকই হয়ত বা ভাবে আমাদের দেশে SEO নিয়ে এখন পর্যন্ত খুব বেশি কাজের ক্ষেত্র নেই। কিন্তু একটু ক্ষেয়াল করে দেখেন বিক্রয়.কম যারা শুধুমাত্র তেদের সাইটের প্রচারের জন্য প্রতিদিন লক্ষ টাকা ব্যায় করছে। কারন আমরা জানি এই প্রচারই হচ্ছে প্রসার, আর প্রচার কেই আমরা বলতে পারি সহজ ভাবে বলতে পারি SEO! অর্থাৎ এই SEO এর জন্য বর্তামানে বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা লক্ষ টাকা ব্যায় করতে প্রস্তুত। ফলে একটু ক্ষেয়াল করলেই বুঝা যাচ্ছে SEO এক্সপার্ট-এর চাহিদা আমাদের দেশেও দিন দিন বাড়ছে।

আরেকটি উদাহরন দেই, বাংলাদেশে ঠিক কতগুলা অনলাইন নিউজ মাধ্যমের নামের মধ্যে “…news24″ আছে আপনি কি জানেন? কমকরে হলেও ২৭-৩০ টার অধিক! এতো গেলো “…news24″ এর গল্প এবার আসেন “….bd” আছে এমন সাইটের অনলাইন নিউজ মাধ্যমের সংখ্যা তহলে কত হবে? কেন তুলে আনছি এই “…news24″ এর গল্প? ধরেন না গতকাল আপনি হটাৎ একটি “…নিউজ২৪”-এ ফটাৎ করে ঢুকে পরছেন কিন্তু আজ বসে সেই “…নিউজ২৪” আর পাচ্ছেন না, গুগোল মামা বারবার চলে যাচ্ছে অন্য “…নিউজ২৪”এ? এর মুল কারনই হচ্ছে ফটাৎ করে ঢুকে পরা গতকালকের “…নিউজ২৪” এর চেয়ে আজকের বারবার চলে আসা “…নিউজ২৪” টি SEO-এর দিকে বেশি গুরত্ত দিয়েছেন। অর্থাৎ বাকিরাও খুব দ্রুতই SEO-এর উপর গুরত্ত দিবে এবং একজন এস.ই.ও. SEO এক্সপার্ট খুঁজবে। অর্থাৎ বাংলাদেশে বড় আঁকারে SEO অ্যাডইজার, স্পেশালিষ্ট, এক্সপার্ট যাই বলেন না কেন এর প্রয়োজন দেখা দিবে।

○ SEO এক্সপার্ট হতে কি কি জানতে হবেঃ
• এসইও কি, এসইও কতপ্রকার?
• কী ওয়ার্ড রিসার্চ কি, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
• অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
• মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
• কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিপ্লেসমেন্ট, সাইট ম্যাপ।
• সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং, ওয়েবসাইট এসইও স্ট্রাকচার মেকিং ।

• অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
• সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স) এর ব্যবহার।
• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি ।
• ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।
• আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
• লিংক হুইল, গেস্ট ব্লগিং, , আর্টিকেল মার্কেটিং।

• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি।
• পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক! )।SEO কি,
কেন শিখবেন এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ! (+ফ্রী কিছু ই-বুক)
• ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।

• এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্দতি।
• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
• অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।

• SEO কোর্স:

BLACK iz IT Intitute এর দু-মাস ব্যাপী মাত্র ১,০০০ টাকার মাধ্যমে SEO এবং ফ্রিল্যান্সিং এর উপর কোর্সের আয়োজন করেছে (লিংক-এ ক্লিক করে রেজিস্ট্রেসন করুনঃ www.black-iz.com/institute/registrationfreebd.html ) ।

○ রেজিস্ট্রেসন করুনঃ www.black-iz.com/institute/registrationfreebd.html

BLACK iz IT Intitute এর দু-মাস ব্যাপী মাত্র ১,০০০ টাকার মাধ্যমে SEO এবং ফ্রিল্যান্সিং এর উপর কোর্স

○ BLACK iz IT Intitute এর দু-মাস ব্যাপী মাত্র ১,০০০ টাকার মাধ্যমে SEO এবং ফ্রিল্যান্সিং এর উপর কোর্সের আয়োজন করেছে (লিংক-এ ক্লিক করে রেজিস্ট্রেসন করুনঃ www.black-iz.com/institute/registrationfreebd.html ) ।

এই কোর্সে যা যা থাকবেঃ

• এসইও কি, এসইও কতপ্রকার?
• কী ওয়ার্ড রিসার্চ কি, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
• অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
• মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
• কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিপ্লেসমেন্ট, সাইট ম্যাপ।
• সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং, ওয়েবসাইট এসইও স্ট্রাকচার মেকিং ।

• অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
• সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স) এর ব্যবহার।
• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি ।
• ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।
• আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
• লিংক হুইল, গেস্ট ব্লগিং, , আর্টিকেল মার্কেটিং।

• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি।
• পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক! )।SEO কি, কেন শিখবেন এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ! (+ফ্রী কিছু ই-বুক)
• ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।

• এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্দতি।
• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
• অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।

○ BLACK iz IT Intitute এর দু-মাস ব্যাপী মাত্র ১,০০০ টাকার মাধ্যমে SEO এবং ফ্রিল্যান্সিং এর উপর কোর্সের আয়োজন করেছে (লিংক-এ ক্লিক করে রেজিস্ট্রেসন করুনঃ www.black-iz.com/institute/registrationfreebd.html ) ।
○ BLACK iz IT Intitute এর দু-মাস ব্যাপী মাত্র ১,০০০ টাকার মাধ্যমে SEO এবং ফ্রিল্যান্সিং এর উপর কোর্সের আয়োজন করেছে (লিংক-এ ক্লিক করে রেজিস্ট্রেসন করুনঃ www.black-iz.com/institute/registrationfreebd.html ) ।

এই কোর্সে যা যা থাকবেঃ 

• এসইও কি, এসইও কতপ্রকার?
• কী ওয়ার্ড রিসার্চ কি, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
• অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
• মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
• কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিপ্লেসমেন্ট, সাইট ম্যাপ।
• সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং, ওয়েবসাইট এসইও স্ট্রাকচার মেকিং ।

• অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
• সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স) এর ব্যবহার।
• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি ।
• ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।
• আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
• লিংক হুইল, গেস্ট ব্লগিং, , আর্টিকেল মার্কেটিং।

• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি।
• পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক! )।SEO কি, কেন শিখবেন এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ! (+ফ্রী কিছু ই-বুক)
• ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।

• এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্দতি।
• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
• অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।

○ BLACK iz IT Intitute এর দু-মাস ব্যাপী মাত্র ১,০০০ টাকার মাধ্যমে SEO এবং ফ্রিল্যান্সিং এর উপর কোর্সের আয়োজন করেছে (লিংক-এ ক্লিক করে রেজিস্ট্রেসন করুনঃ www.black-iz.com/institute/registrationfreebd.html ) ।

SEO এক্সপার্ট হবার তিনটি পক্রিয়া এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ! (+ফ্রী কিছু ই-বুক)

SEO, এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ২০১২ তে বাংলাদেশ এই SEO এর উপর কাজ করে ফ্রিলেন্সার.কম এ বিশ্বের মধ্যে প্রথম হয়েছে এবং অনলাইন মার্কেট প্লেসে যতগুলা কাজ রয়েছে তার মধ্যে এই SEO, এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে। এস.ই.ও. (SEO) নিয়ে এত কিছু ঘটার পর বাংলাদেশের এখন দিন দিন এস.ই.ও. (SEO) ফ্রিলেন্সার-এর সংখ্যা বাড়ছে।
এটা বলার অপেক্ষা রাখে না এস.ই.ও. (SEO) নিয়ে আমাদের দেশের প্রফেশানাল , স্টুডেন্ট সহ সবার মাঝে বেশ আগ্রহ । সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেইসবুকে এস.ই.ও. (SEO) কে ঘিরে অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে উঠেছে। সেখানে শুধুমাত্র এই এস.ই.ও. (SEO) নিয়ে অনেক আলোচনা হয় । অনেকে শেখার ক্ষেত্রে অনেক সমস্যার কথা বলে থাকেন। সবার সমস্যা এক হয় না । অনেকে বলে থাকেন তারা গাইডলাইন পাচ্ছেন না, অনেকে বলেন কোথা থেকে শুরু করবেন তা বুঝতে পাচ্ছেন না । অনেকে আবার ক্যারিয়ার হিসাবে এস.ই.ও. (SEO) কেমন হবে বুঝতে পাচ্ছেন না ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে ধারাবাহিক পরিবর্তনের মধ্যমে একটি ওয়েবসাইটের উন্নতি সাধন করা। এই পরিবর্তনগুলো হয়তো আলাদা ভাবে চোখে পড়বে না কিন্তু সামগ্রিকভাবে এর মাধ্যমে একটি সাইটের ব্রাউজিং এর স্বাচ্ছন্দবোধ অনেকাংশে বেড়ে যায় এবং অর্গানিক বা স্বাভাবিক সার্চ রেজাল্টে সাইটকে শীর্ষ অবস্থানের দিকে নিয়ে যায়। সাবাই চায় তার ব্লগ বা ওয়েব সাইট গুগল কিংবা বিং-য়ের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP)-এর সবচেয়ে উপরের দিকে রাখতে। আর এই জন্যই ইফেক্টিভ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয় যেন সার্চ ইঞ্জিন ওয়েবসাইট বা এর কনটেন্টকে গুলোকে দ্রুত খুঁজে পায় এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP) এর প্রথমদিকে প্রদর্শন করতে পারে।
ফ্রিলেন্সার.কম, অনলাইন মার্কেটপ্লেস বা আনতর্জাতিক ভাবে এস.ই.ও. (SEO) ব্যবহারের কথা অনেক হয়েছে এবার আসুন দেখেনিই ছোট একটা উধাহরনের মাধ্যমে বাংলাদেশে এস.ই.ও. (SEO) এর অবস্থান বা প্রয়োজন। আমাদের দেশে এস.ই.ও. (SEO) নিয়ে এখন পর্যন্ত খুব বেশি কাজের ক্ষেত্র নেই। কিন্তু বর্তমানে পত্রিকা, অনলাইন নিউজ মাধ্যম এবং অন্যান্নরা যেভাবে অ্যালেক্সা রেংক নিয়ে মারামারি করছে তাতে স্পস্ট করে বলা যেতে পারে খুব দ্রুতই বাংলাদেশে বড় আঁকারে এস.ই.ও. (SEO) অ্যাডইজার / স্পেশালিষ্ট এর প্রয়োজন দেখা দিবে। শুধুমাত্র ডোমেইনের শেসে "...নিউজ২৪ " এরকম সংবাদ মাধ্যমের সংখ্যা চব্বিশটারও বেশি। ধরেন না গতকাল আপনি হটাৎ একটি "...নিউজ২৪"-এ ফটাৎ করে ঢুকে পরছেন কিন্তু আজ বসে সেই "...নিউজ২৪" আর পাচ্ছেন না, গুগোল মামা বারবার চলে যাচ্ছে অন্য "...নিউজ২৪"এ? এর মুল কারনই হচ্ছে ফটাৎ করে ঢুকে পরা গতকালকের "...নিউজ২৪" এর চেয়ে আজকের বারবার চলে আসা "...নিউজ২৪" টি এস.ই.ও. (SEO)-এর দিকে বেশি গুরত্ত দিয়েছেন। অর্থাৎ বাকিরাও খুব দ্রুতই এস.ই.ও. (SEO)-এর উপর গুরত্ত দিবে এবং একজন এস.ই.ও. (SEO) অ্যাডইজার / স্পেশালিষ্ট কে খুঁজবে। অর্থাৎ বাংলাদেশে বড় আঁকারে এস.ই.ও. (SEO) অ্যাডইজার / স্পেশালিষ্ট প্রয়োজন দেখা দিবে অচিরেই।
আপনি হয়ে উঠতে পারেন একজন আদর্শ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা এস.ই.ও. এক্সপার্ট। এস.ই.ও. এক্সপার্ট হতে আপনার কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই।
○ কি কি শিখা দরকার এস.ই.ও. (SEO) এক্সপার্ট হয়ার জন্য? বা এস.ই.ও. (SEO) এর মুল বিষয় গুলো কি কি এক নজরে দেখে নিই।
• এসইও কি, এসইও কতপ্রকার, এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ
• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের ইউ আর এল (URL) রেজিট্রেশন করা।
• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্দতি।
• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
• অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা।
• একটি ওয়েব-সাইটের A to Z এস.ই.ও. (SEO)সমাধান।
• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা এস.ই.ও. (SEO) টিপস।
আমি এখানে তিনটি প্রক্রিয়া আলোচনা করছি যেগুলার মাধ্যমে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন মুল বিষয় (উপরের বিষয়গুল) এবং ঘড়ে বসে হয়ে যেতে পারবেন একজন আদর্শ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা এস.ই.ও. এক্সপার্ট।

প্রক্রিয়া ১: এই ব্লগে এই বিসয়ে রয়েছে একাধিক পোষ্ট। এই পোস্টগুলাও আপনাকে সাহায্য করবে আশা করি। সব গুলা পরলে অর্ধেক / সম্পুর্ন এস.ই.ও. এক্সপার্ট হয়ে যাবেন আশা করি। আর হয়ে গেলে এক কেজি মিস্টি পাঠাই দিবেন আমার বাসায়। নিম্নে এই ব্লগের ২টা পোষ্টের লিংক দিলাম।  শুরু থেকে শেষ পর্যন্ত পরুন।

প্রক্রিয়া ২ : আপনার পরিচিত যদি কোন বড় ভাই এস.ই.ও. এক্সপার্ট থাকেন তার কাছ থেকে শিখে নিতে পারেন। এস.ই.ও. শিখতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না ফলে কয়েকদিন হাতে পায়ে ধরে শিখে নিতে পারেন। তবে অনেক জায়গাতেই এখন ফ্রী এস.ই.ও. কোর্স করায় খুজে দেখলেই পাবেন, আমার জানা মতে ধানমন্ডির একটি প্রতিষ্ঠান এখনও ফ্রি এস.ই.ও. করাচ্ছে। যারা বা ধানমন্ডি এর আসে পাসে থাকেন তারা যোগাযোগ করতে পারেন। এই খানে লিংকটা দিলাম। এছাড়াও যারা মিরপুর ১ থেকে ১০০ এর মধ্যে রয়েছেন তারা মিরপুর ১০ এ চৌরাস্তার (নাম মনে নেই) মার্কেটে খোঁজ নিতে পারেন, আমার জানা মতে ঐখানে ২-১টা ফার্ম ফ্রি কর্মশালা করায় (যদিও দু-মাস আগের কথা, নাম মনে নেই তাই sorry)।

প্রক্রিয়া ৩ (ইংলিশ): কয়েকটি বই (ই-বুক) এর লিংক দিচ্ছি যা আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তবে এ ক্ষেত্রে আপনাকে ইংলিশে একটু এক্সপার্ট হতে হবে।

এছাড়াও সামনের মাস-এ বড় তিন-চারটি আইটি (কম.জগত + অরেঞ্জ বিডি + দা টমেটো + ...... ) ফার্ম মিলে একটা কর্মশালা করার কথা রয়েছে। এই ব্যাপারে আশা করি আমি সবাই কে, আগেভাগে বিষয়টা অবগত করতে পারব। ধন্যবাদ সবাই ভাল থাকবেন। ভাল থাকতে না চাইলে থাকবেন না কারন, এটা আপনার একান্ত স্বাধীনতা।

আপনার ওয়েবসাইট এর SEO ত্রুটিগুলো খুজে বের করুন খুব সহজেই, একটি সম্পূর্ণ গাইড ।

SEO এমন একটি বিষয় যা সমেয়ের সাথে সাথে প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। আরও সহজ ভাবে বললে বলতে হবে SEO হচ্ছে এমন কিছু ট্রিক্স বা আইডিয়া যার মাধ্যমে আপনার আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনগুলোতে উপরের দিকে তুলবেন। ফলে প্রতিদিনি আবিষ্কার হচ্ছে নিত্য-নতুন সব SEO ট্রিক্স। এই পোস্টে আমি দূটা সাইট নিয়ে আলচনা করব, প্রথমটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইট এর SEO ত্রুটিগুলো খুজে বের করতে পারবেন এবং দ্বিতীয়টির মাধ্যমে আপনার সাইটের বা ডোমেইনের বিপরিতে সোসাল সাইটে কোন কোন লিংক খালি রয়েছে তা দেখে নিতে পারবেন! তিন নাম্বার SEO সম্পর্কিত কিছু ফ্রী সেমিনার বা কোর্সের সংবাদ!
http://davaidavai.com/wp-content/uploads/2012/03/SEO.jpg


প্রথম আলোচনা করব http://www.seoworkers.com নামক সাইটটি নিয়ে যেখান থেকে খুব সহজেই আপনি সার্চ করে জেনে নিতে পারবেন আপনার ওয়েবসাইট এর SEO ত্রুটিগুলো। এজন্য প্রথমে আপনাকে http://www.seoworkers.com -এ যেতে হবে এবং "Check a page" এই বক্সে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস (http:// সহ) দিন এবং নিচের বক্সের প্রশ্নের উত্তর দিয়ে SUBMIT বাটনে ক্লিক করুন! বেছ এবার দেখে নিন আপনার আপনার ওয়েবসাইট এর SEO এর অবস্থা, কোথায় কি ভুল, কোনটা সঠিক কোনটা বেঠিক সব বুঝে যাবেন। অ ভাল কথা শুধু সাইট নয় এই seoworkers.com এর মাধ্যমে আপনি আলাদা আলাদা ভাবে জেনে নিতে পারবেন প্রতিটি পেজের SEO অবস্থা।

এবার আসি দ্বিতীয়টিতেঃ দ্বিতীয়ট সাইটটির নাম http://www.namechecklist.com আগেই বলেছি "দ্বিতীয়টির মাধ্যমে আপনার সাইটের বা ডোমেইনের বিপরিতে সোসাল সাইটে কোন কোন লিংক খালি রয়েছে তা দেখে নিতে পারবেন" শুধু যোগ করব এটুকুই যে শুধু দেখে নয় আপনি চাইলে এইখান থেকে বসেই রেজিস্টার ক্লিক করে সরাসরি ফেসবুক থেকে শুরু করে লিঙ্ক-ইন এর আইডি/পেজ খুলতে পারবেন। আর এই ব্যাপারটাও SEO এর জন্য যে খুব গুরুত্তপুর্ন তা হয়ত বা না বললেও চলবে। অর্থাৎ সোশাল সাপোর্ট একটা ওয়েবসাইট এর SEO এর জন মহা গুরুত্তপুর্ন বিষয় তা না বললেও চলবে তবে আর দেরি কেন এখানে ক্লিল করে দেখেনিন http://www.namechecklist.com টা কেমন?

তিন নাম্বারঃ এই বিষয়টা একদমি ভিন্ন উপরের দুটি থেকে। যেহুতু SEO শিখার জন্য তেমন কষ্ট করতে হয় না যেমন এই ব্লগে SEO ধারাবাহিক অনেক পোস্ট রয়েছে (এইখানে)। যা যে কেউ মনযোগ দিয়ে পড়লে এবং প্রাকটিস করলে খুব সহজেই বুজতে পারবে। তারপরও কিছু ফ্রী SEO কোর্স বা সেমিনার সম্পর্কে এইখানে দিচ্ছি। প্রথমেই বলব একটি নতুন ফার্ম যারা ফ্রি SEO এর উপর ১৬-২০দিনের একটি কোর্স করাচ্ছে ধানন্মন্ডি-তে, এখানে অনালাইনে রেজিস্টার করতে পারেন। দুই বাংলা সফট নামক একটি প্রতিষ্ঠান ফার্মগেটে অনলাইন SEO মার্কেটিং সম্পর্কিত একদিনের সেমিনার করাচ্ছে। (হলের বিপরীতে সম্পুর্ন অ্যাড্রেস নেই)। সবচেয়ে বেশী মজার ব্যাপার স্বয়ং বেসিস SEO এর উপর বা ভিবিন্ন অনলাইন মার্কেট প্যালেসের উপর নিয়মিত সেমিনার করছে, চোখ কান খুলা রাখলেই খবর পেয়ে যাবেন এখানে।
আশা করি প্রতিবারের মত এবারও বাংলাদেশই হবে অনলাইন মার্কেট প্লেসে SEO তে শ্রেস্ট। ভাল থাকবেন। ওহহো... আসলে শুরুতে সালাম দিতেই ভুলে গেছি তাই সবাই কে জানাই আসসালামু আলাইকুম, আপনি আবার সালামের উত্তর দিতে ভুলবেন না কিন্তু!

লিংক স্ট্রাকচার বা ওয়েব পেজ এর ইউআরএল কি?

  • লিংক স্ট্রাকচার বা ওয়েব পেজ এর ইউআরএল কি? 
অন পেজ অপটিমাইজেশনে ইউআরএল (URL) বা লিংক স্ট্রাকচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভালো ইউআরএল না হলে রেংকিং পাওয়া অনেক কঠিন। তাই লিংক স্ট্রাকচার সবসময় এসইও বান্ধব হতে হবে। ওয়েবসাইট এর লিংক হতে পারে yourdomin.com/nedf48718?p=5000 বা yourdomain.com/how-to-get-a-free-seo-tips.html। আচ্ছা বলুনতো কোনটি আপনার কাছে সবচেয়ে সহজবোধ্য মনে হচ্ছে? ঠিক তাই ২য় টিই আপনার কাছে সহজবোধ্য মনে হওয়ার কথা। করণ আপনি ঐ লিংক দেখলেই আপনি বুঝতে পারবেন যে ঐ পেজের মধ্যে কি আছে। তাই আপনার মত সার্চ ইন্জিনদের কাছে ও ২য় লিংকটিই সহজবোধ্য মনে হবে। তাই আপনি যখন কোন পেজ বা ফাইলের নামকরণ করবেন তখন অবশ্যই সেটা অর্থপূর্ণ বা কী-ওয়ার্ড সমৃদ্ধ নাম ব্যবহার করবেন। নিম্নের ছবিতে উধাহরন সহ দেখান হলঃ সবার পেজে লিংকে কিন্তু ঐ কী-ওয়ার্ড সমৃদ্ধ নাম ব্যবহার করেছে।

  •  যেভাবে করবেনঃ
১। HTML / নিজের করা CMS সাইট হলেঃ যদি HTML / নিজের করা CMS সাইট  তবে মুল সাইটের অ্যাড্রেসের পর যুক্ত করে দিন আপনার পোস্ট কিংবা পেজের নামটি লিংক হিসাবে। যেমন আপনার পোস্ট কিংবা পেজটি যদি হয় 'বাংলাদেশের শেয়ার মার্কেট" নামক একটি লেখা তাহলে এর লিংক হতে পারে। yourdomain.com/bangladeshsharemarket.html অথবা .php.। অর্থাৎ ওয়েব-সাইটের নাম এবং ফাইল ফরমেট (.html, .php) বাদে যে অংশটুকু রয়েছে তার নাম হবে আপনার পোস্ট কিংবা পেজটির নামে।

২। WordPress এর ক্ষেত্রেঃ WordPress সাইটের লিংক স্ট্রাকচার পরিবর্তন করা খুবি সহজ। WordPress এ করা আপনার সাইটের ড্যাশবোর্ড (wp-admin) থেকে Settings গিয়ে Permalink এ ক্লিক করে "Post name: mlmnews24.com/bangla/sample-post/" সিলেক্ট করে দিন এবং পরিবর্তন সেভ করে বের হয়ে যান। বেছ হয়ে গেল আপনার সাইটের এস.ই.ও. বান্ধব ইউআরএল (URL) বা লিংক স্ট্রাকচার। অথবা  Permalinks থেকে লিংক স্ট্রাকচার Custom এ গিয়ে %category%/%postname%/ বসিয়ে দিতে পারেন।
  • কিছু টিপস: 
১। সাইটের লিংকের নামে আপনার টার্গেটকৃত কী-ওয়ার্ডটি রাখুন।
২। পেজের লিংকে নাম দেয়ার সময় হাইফেন ( – ) ব্যবহার করুন।
৩। _, !, (), @,$ এই ধরনের অক্ষর ব্যবহার করবেন না।কারন সার্চ ইন্জিন এই ধরনের অক্ষর ইনডেক্স করে না।
৪। ফাইল বা পেজের নাম দেয়ার সময় a,in,of,to, এমন অক্ষর গুলো ব্যবহার করবেন না।কারণ এগুলোকে সার্চ ইন্জিন “Skipping Word” বলে
৫। ওয়েব পেজের এক্সটেইনশন .html ,.htm .php রাখা ভালো।

ধন্যবাদ আশা করি সকলেরই ভাল লাগবে। বানান বা অন্যান্ন ভুলের জন্য দুঃখিত আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!

আমার ফেসবুক প্রোফাইল  : http://www.facebook.com/mehedidamenafa!

 

Blogroll

Most Reading

Blogger দ্বারা পরিচালিত.

Tags