- লিংক স্ট্রাকচার বা ওয়েব পেজ এর ইউআরএল কি?
অন
পেজ অপটিমাইজেশনে ইউআরএল (URL) বা লিংক স্ট্রাকচার একটি গুরুত্বপূর্ণ
বিষয়। ভালো ইউআরএল না হলে রেংকিং পাওয়া অনেক কঠিন। তাই লিংক স্ট্রাকচার
সবসময় এসইও বান্ধব হতে হবে। ওয়েবসাইট এর লিংক হতে পারে
yourdomin.com/nedf48718?p=5000 বা
yourdomain.com/how-to-get-a-free-seo-tips.html। আচ্ছা বলুনতো কোনটি আপনার
কাছে সবচেয়ে সহজবোধ্য মনে হচ্ছে? ঠিক তাই ২য় টিই আপনার কাছে সহজবোধ্য
মনে হওয়ার কথা। করণ আপনি ঐ লিংক দেখলেই আপনি বুঝতে পারবেন যে ঐ পেজের
মধ্যে কি আছে। তাই আপনার মত সার্চ ইন্জিনদের কাছে ও ২য় লিংকটিই সহজবোধ্য
মনে হবে। তাই আপনি যখন কোন পেজ বা ফাইলের নামকরণ করবেন তখন অবশ্যই সেটা
অর্থপূর্ণ বা কী-ওয়ার্ড সমৃদ্ধ নাম ব্যবহার করবেন। নিম্নের ছবিতে উধাহরন
সহ দেখান হলঃ সবার পেজে লিংকে কিন্তু ঐ কী-ওয়ার্ড সমৃদ্ধ নাম ব্যবহার
করেছে।
- যেভাবে করবেনঃ
১।
HTML / নিজের করা CMS সাইট হলেঃ যদি HTML / নিজের করা CMS সাইট তবে মুল
সাইটের অ্যাড্রেসের পর যুক্ত করে দিন আপনার পোস্ট কিংবা পেজের নামটি লিংক
হিসাবে। যেমন আপনার পোস্ট কিংবা পেজটি যদি হয় 'বাংলাদেশের শেয়ার মার্কেট"
নামক একটি লেখা তাহলে এর লিংক হতে পারে।
yourdomain.com/bangladeshsharemarket.html অথবা .php.। অর্থাৎ ওয়েব-সাইটের
নাম এবং ফাইল ফরমেট (.html, .php) বাদে যে অংশটুকু রয়েছে তার নাম হবে
আপনার পোস্ট কিংবা পেজটির নামে।
২। WordPress এর ক্ষেত্রেঃ WordPress
সাইটের লিংক স্ট্রাকচার পরিবর্তন করা খুবি সহজ। WordPress এ করা আপনার
সাইটের ড্যাশবোর্ড (wp-admin) থেকে Settings গিয়ে Permalink এ ক্লিক করে
"Post name: mlmnews24.com/bangla/sample-post/" সিলেক্ট করে দিন এবং
পরিবর্তন সেভ করে বের হয়ে যান। বেছ হয়ে গেল আপনার সাইটের এস.ই.ও. বান্ধব
ইউআরএল (URL) বা লিংক স্ট্রাকচার। অথবা Permalinks থেকে লিংক স্ট্রাকচার
Custom এ গিয়ে %category%/%postname%/ বসিয়ে দিতে পারেন।
- কিছু টিপস:
১। সাইটের লিংকের নামে আপনার টার্গেটকৃত কী-ওয়ার্ডটি রাখুন।
২। পেজের লিংকে নাম দেয়ার সময় হাইফেন ( – ) ব্যবহার করুন।
৩। _, !, (), @,$ এই ধরনের অক্ষর ব্যবহার করবেন না।কারন সার্চ ইন্জিন এই ধরনের অক্ষর ইনডেক্স করে না।
৪। ফাইল বা পেজের নাম দেয়ার সময় a,in,of,to, এমন অক্ষর গুলো ব্যবহার করবেন না।কারণ এগুলোকে সার্চ ইন্জিন “Skipping Word” বলে
৫। ওয়েব পেজের এক্সটেইনশন .html ,.htm .php রাখা ভালো।
ভাইয়া প্রয়োজনীয় কিছু জানতে পারলাম। আমি নতুন একটা ব্লগস্পট সাইট খুলেছি। সাইট টাতে আরো কি কি করতে হবে, জানালে উপকৃত হতাম।
উত্তরমুছুনপ্রযুক্তি ব্লগ