SEO এমন একটি বিষয় যা সমেয়ের সাথে সাথে
প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। আরও সহজ ভাবে বললে বলতে হবে SEO হচ্ছে এমন কিছু
ট্রিক্স বা আইডিয়া যার মাধ্যমে আপনার আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনগুলোতে
উপরের দিকে তুলবেন। ফলে প্রতিদিনি আবিষ্কার হচ্ছে নিত্য-নতুন সব SEO
ট্রিক্স। এই পোস্টে আমি দূটা সাইট নিয়ে আলচনা করব, প্রথমটির মাধ্যমে আপনি
খুব সহজেই আপনার ওয়েবসাইট এর SEO ত্রুটিগুলো খুজে বের করতে পারবেন এবং দ্বিতীয়টির মাধ্যমে আপনার সাইটের বা ডোমেইনের বিপরিতে সোসাল সাইটে কোন কোন লিংক খালি রয়েছে তা দেখে নিতে পারবেন! তিন নাম্বার SEO সম্পর্কিত কিছু ফ্রী সেমিনার বা কোর্সের সংবাদ!
প্রথম আলোচনা করব http://www.seoworkers.com নামক সাইটটি নিয়ে যেখান থেকে খুব সহজেই আপনি সার্চ করে জেনে নিতে পারবেন আপনার ওয়েবসাইট এর SEO ত্রুটিগুলো। এজন্য প্রথমে আপনাকে http://www.seoworkers.com -এ যেতে হবে এবং "Check a page" এই বক্সে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস (http:// সহ) দিন এবং নিচের বক্সের প্রশ্নের উত্তর দিয়ে SUBMIT বাটনে ক্লিক করুন! বেছ এবার দেখে নিন আপনার আপনার ওয়েবসাইট এর SEO এর অবস্থা, কোথায় কি ভুল, কোনটা সঠিক কোনটা বেঠিক সব বুঝে যাবেন। অ ভাল কথা শুধু সাইট নয় এই seoworkers.com এর মাধ্যমে আপনি আলাদা আলাদা ভাবে জেনে নিতে পারবেন প্রতিটি পেজের SEO অবস্থা।
এবার আসি দ্বিতীয়টিতেঃ দ্বিতীয়ট সাইটটির নাম http://www.namechecklist.com
আগেই বলেছি "দ্বিতীয়টির মাধ্যমে আপনার সাইটের বা ডোমেইনের বিপরিতে সোসাল
সাইটে কোন কোন লিংক খালি রয়েছে তা দেখে নিতে পারবেন" শুধু যোগ করব এটুকুই
যে শুধু দেখে নয় আপনি চাইলে এইখান থেকে বসেই রেজিস্টার ক্লিক করে সরাসরি
ফেসবুক থেকে শুরু করে লিঙ্ক-ইন এর আইডি/পেজ খুলতে পারবেন। আর এই ব্যাপারটাও
SEO এর জন্য যে খুব গুরুত্তপুর্ন তা হয়ত বা না বললেও চলবে। অর্থাৎ সোশাল
সাপোর্ট একটা ওয়েবসাইট এর SEO এর জন মহা গুরুত্তপুর্ন বিষয় তা না বললেও
চলবে তবে আর দেরি কেন এখানে ক্লিল করে দেখেনিন http://www.namechecklist.com টা কেমন?
তিন নাম্বারঃ এই বিষয়টা একদমি ভিন্ন উপরের দুটি থেকে। যেহুতু SEO শিখার জন্য তেমন কষ্ট করতে হয় না যেমন এই ব্লগে SEO ধারাবাহিক অনেক পোস্ট রয়েছে (এইখানে)।
যা যে কেউ মনযোগ দিয়ে পড়লে এবং প্রাকটিস করলে খুব সহজেই বুজতে পারবে।
তারপরও কিছু ফ্রী SEO কোর্স বা সেমিনার সম্পর্কে এইখানে দিচ্ছি। প্রথমেই
বলব একটি নতুন ফার্ম যারা ফ্রি SEO এর উপর ১৬-২০দিনের একটি কোর্স করাচ্ছে
ধানন্মন্ডি-তে, এখানে অনালাইনে
রেজিস্টার করতে পারেন। দুই বাংলা সফট নামক একটি প্রতিষ্ঠান ফার্মগেটে
অনলাইন SEO মার্কেটিং সম্পর্কিত একদিনের সেমিনার করাচ্ছে। (হলের বিপরীতে
সম্পুর্ন অ্যাড্রেস নেই)। সবচেয়ে বেশী মজার ব্যাপার স্বয়ং বেসিস SEO এর উপর
বা ভিবিন্ন অনলাইন মার্কেট প্যালেসের উপর নিয়মিত সেমিনার করছে, চোখ কান
খুলা রাখলেই খবর পেয়ে যাবেন এখানে।
আশা
করি প্রতিবারের মত এবারও বাংলাদেশই হবে অনলাইন মার্কেট প্লেসে SEO তে
শ্রেস্ট। ভাল থাকবেন। ওহহো... আসলে শুরুতে সালাম দিতেই ভুলে গেছি তাই সবাই
কে জানাই আসসালামু আলাইকুম, আপনি আবার সালামের উত্তর দিতে ভুলবেন না
কিন্তু!
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন