BLACK iz এস.ই.ও. এক্সপার্ট (এক্সপার্টসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার)

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

এটা বলার অপেক্ষা রাখে না এস.ই.ও. (SEO) নিয়ে আমাদের দেশের প্রফেশানাল , স্টুডেন্ট সহ সবার মাঝে বেশ আগ্রহ । সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেইসবুকে এস.ই.ও. (SEO) কে ঘিরে অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে উঠেছে। সেখানে অনেক আলোচনা হয় । প্রায় নির্দিষ্ট একটা বিষয়কে ঘিরে । অনেকে শেখার ক্ষেত্রে অনেক সমস্যার কথা বলে থাকেন। সবার সমস্যা এক হয় না । অনেকে বলে থাকেন তারা গাইডলাইন পাচ্ছেন না, অনেকে বলেন কোথা থেকে শুরু করবেন তা বুঝতে পাচ্ছেন না । অনেকে আবার ক্যারিয়ার হিসাবে এস.ই.ও. (SEO) কেমন হবে বুঝতে পাচ্ছেন না । এমন কিছু সমস্যার সমাধান করতেই BLACK iz এর একটি কল্যান মুলক উদ্যগ "BLACK iz এস.ই.ও. এক্সপার্ট"।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে ধারাবাহিক পরিবর্তনের মধ্যমে একটি ওয়েবসাইটের উন্নতি সাধন করা। এই পরিবর্তনগুলো হয়তো আলাদা ভাবে চোখে পড়বে না কিন্তু সামগ্রিকভাবে এর মাধ্যমে একটি সাইটেরমাইক্রোসফ্ট ওয়ার্ড 2003/ 2007/2010/2013ব্রাউজিং এর স্বাচ্ছন্দবোধ অনেকাংশে বেড়ে যায় এবং অর্গানিক বা স্বাভাবিক সার্চ রেজাল্টে সাইটকে শীর্ষ অবস্থানের দিকে নিয়ে যায়। সাবাই চায় তার ব্লগ বা ওয়েব সাইট গুগল কিংবা বিং-য়ের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP)-এর সবচেয়ে উপরের দিকে রাখতে। আর এই জন্যই ইফেক্টিভ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয় যেন সার্চ ইঞ্জিন ওয়েবসাইট বা এর কনটেন্টকে গুলোকে দ্রুত খুঁজে পায় এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP) এর প্রথমদিকে প্রদর্শন করতে পারে।

"BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" এ অংশগ্রহন করে আপনি হয়ে উঠতে পারেন একজন আদর্শ এক্সপার্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার। দিন দিন ওয়েব-সাইটের জন্য অপরিহার্য একটি বিষয় হয়ে উঠছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। "BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" এ অংশগ্রহন করতে আপনার কোন প্রকার ফি কিংবা অভিজ্ঞতার প্রয়োজন নেই।
.
এস.ই.ও. (SEO) দিয়ে কি হবে ?
কি হয় না এস.ই.ও. (SEO) দিয়ে ? এস.ই.ও. (SEO) বর্তমান সময়ের এমন একটি বিষয় যেটা Freelancer দের কাছে Hot Cake এর মতো । সম্পূর্ণ ভার্চূয়াল অফিস স্টাইলে কাজ করে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে সবচেয়ে সহজে এবং খুব দ্রুততার সাথে অর্থ উপার্জন করা যায় একমাত্র এস.ই.ও. (SEO) এর কাজ করে । অনলাইনে এস.ই.ও. (SEO) এর কাজ করার জন্য রয়েছে অনেক গুলো মা্র্কেট প্লেস । যেমন :


• www.freelancer.com
• www.odesk.com
• www.elance.com
• www.scriptlance.com
.

সহ আরও অনেক মার্কেট প্লেস । যে মা্র্কেট প্লেস গুলোতে কাজ করে সহজেই উপার্জন করতে পারি বিপুল পরিমান অর্থ । তাই আর দেরি না করে আজই "BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" -এ (অনলাইন ফোর্মের মাধ্যমে) রেজিস্টার করে নিন। কোর্সটি সম্পুর্ন ফ্রী তবে প্রত্যেককে মাত্র ৫০০ টাকা দিয়ে রেজিস্টার করতে হবে।

BLACK iz এস.ই.ও. এক্সপার্ট প্রশিক্ষণ টি যাদের জন্যঃ

• যারা ফ্রিল্যান্সিং নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চান ।।
• যাদের এস.ই.ও. (SEO) নিয়ে বিজনেস করার চিন্তাভাবনা আছে অথবা ফ্রিল্যান্সিং করতে চান ।
• যারা এস.ই.ও. (SEO) সম্পর্কে কিছুই জানেন না কিন্তু , জানার আগ্রহ আছে, ফ্রিল্যান্সিং এর জন্য ।
• যাদের এস.ই.ও. (SEO) সম্পর্কে ইতিমধ্যে প্রাথমিক ধারণা আছে, কিন্তু কিভাবে কাজ করবেন বুঝতে পারছেন না ।
• গ্রুপ ভিত্তিক এস.ই.ও. (SEO) করে যারা এগুতে চান ।।

.
মাইক্রোসফ্ট ওয়ার্ড 2003/ 2007/2010/2013
কোর্সটিতে যা থাকবেঃ


ক্লাশ শুরুঃ  ১০ জুলাই ২০১৩
• এসইও কি, এসইও কতপ্রকার, এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ
• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের ইউ আর এল (URL) রেজিট্রেশন করা।
• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্দতি।
• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
• অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা।
• একটি ওয়েব-সাইটের A to Z এস.ই.ও. (SEO)সমাধান।
• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা এস.ই.ও. (SEO) টিপস।

"BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" সম্পর্কে অন্যান্য তথ্যঃ

• মোট ক্লাস সংখ্যা ১২-১৬টি ।
• কোর্সের মেয়াদ ১.৫-২ মাস ।
• কোর্স শুরু প্রতি মাসের ১ম শুক্রবার-শনিবার ।
• সময় বিকাল ২.৩০ থেকে সন্ধ্যা ৪ টা পর্যন্ত। 
• স্থান (ধানমন্ডি ৮ নং) কলাবাগান বাসস্টান্ড ।
"BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" প্রশিক্ষন নিতে আগ্রহিদের করনীয়ঃ ২ মাসের কোর্সে শাপ্তহিক ক্লাস ২টা করে সম্পূর্ণ কোর্সে ক্লাস ১২টি । যেহেতু কোর্সটি সম্পূর্ণ ফ্রি ( ৫০০টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ আর কোন খরচ নেই ) করানো হচ্ছে তাই মাসে মাত্র ২ টা ব্যাচ নির্ধারণ করা হয়েছে । এক এক ব্যাচে ১৫ জনের বেশি শিক্ষার্থী নেয়া হবে না ।

"BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" সম্পর্কে বিস্তারিত জানতে ফোন- করুন ০১৭১৭৬৯৫৬৩১, ০১৬৭১৫০২৩৯৬, ০১৯১১৭৭১৩৯৮,০১৬১১৭৭২৩৯৮, ০১৯১৮৭৫৬২২২ । ।


BLACK iz এস.ই.ও. এক্সপার্ট (এক্সপার্টসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার)


কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

 

Blogroll

Most Reading

Blogger দ্বারা পরিচালিত.

Tags