BLACK iz ওয়েব ডিজাইনিং

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩



সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের চাহিদার পাশাপাশি পেশা, কাজের ক্ষেত্র পরিবর্তন হচ্ছে দিন দিন। পেশাগত ক্ষেত্রে প্রফেসনাল ওয়েব ডিজাইনারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে অসম্ভব আঁকারে । বর্তমান যুগের অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডিজাইনিং। ওয়েব দুনিয়ায় লক্ষ লক্ষ ওয়েবসাইট এবং নানান রকম ডিজাইনের মাধ্যমেই নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে প্রফেশনাল ওয়েব ডিজাইনাররা। কর্মক্ষেত্রে আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। তবে আপনি আমাদের BLACK iz ওয়েব ডিজাইনিং ট্রেনিং-এ স্বাগতম! (ক্লিক করে অনলাইনে রেজিস্টার করুন!)

• একজন ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র:

একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র প্রস্নটার সাথে আরেকটা প্রস্ন জুরে দিলেই স্পস্ট ভাবে বুঝা যাবে এর কাজের ক্ষেত্র বর্তমানে কতাটা ব্যাপক। প্রশ্নটা হচ্ছে “বর্তমানের এই যুগে কোন কোন প্রতিষ্ঠানের ওয়েব-সাইটের এর প্রয়জন নেই?” উত্তর খুবই সহজ এমন দু-একটা প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করা সত্যিই কঠিন, যাদের নিজস্ব ওয়েব-সাইটের এর প্রয়জন নেই। ফলে সাধারণভাবেই বুঝা যাচ্ছে ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র আজ আমাদের দেশে কতটা বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে।

• BLACK iz ওয়েব ডিজাইনিং ট্রেনিংটি টিতে যা থাকছেঃ

    সাদা পেজ থেকে এইচ.টি.এম.এল কোডের মাধ্যমে সাইট তৈরি।
    সি.এস.এস. ডিজাইন এবং এডিট করা।
    জাভা, জে-কুয়ারি, বা জে-এসএস এর ব্যবহার।
    ড্রিম-ওয়াভারের মাধ্যমে সাইট ডিজাইন।
    টেম্পলেট/থিম এডিটিং এবং ডিজাইনিং।
    ড্রপ-ডাউন মেনু এবং স্লাইড তৈরি করা।
    বিভিন্ন প্রকার সিএমএস সেটাআপ/ইন্সটল।
    ডোমেইন প্যানেল পরিচিতি।
    সি-প্যানেল এবং ওয়েব-হোস্ট ম্যানেজার কন্ট্রল।
    ওয়ার্ড-প্রেস, থিম সেট-আপ।
    ওয়ার্ড-প্রেস কাস্টমাইজেশন।
    পিকচার/ছবি ইডিটিং করা।
    ভিবিন্ন ভাষায় ওয়েব-সাইট রুপান্তর করা।

• ওয়েব ডিজাইনিং-এ অংশগ্রহণকারীরা সাথে যা যা পাচ্ছেনঃ

    প্রতিদিনের লেকচার সীট। (সম্পুর্ন ফ্রী)
    কিছু ভিডিও টিউটিরিয়াল। (পেন ড্রাইভে)
    রিয়াল প্রজেক্টে অংশগ্রহণের সুবিধা।


• রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণ ফিঃ

আমরা প্রতি দু’মাস পর পরই নতুন ব্যাচ শুরু করি। ট্রেনিং-এর মোট সময় তিন মাস দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ। মোট প্রশিক্ষন ফি: ট্রেনিং ফি ৭,০০০ টাকা এবং ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি । “BLACK iz প্রফেশনাল ওয়েব ডিজাইনার” ট্রেনিংটিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যাক্তিদের অনালাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি সহ মোট ৮,০০০ টাকা। এককালীন যারা ৮,০০০ টাকা না দিতে পারবে তাদের জন্য তিন ইন্সটল মেন্টে দেওয়ার সুবিধা দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৪,০০০ টাকা এবং পরবর্তি দুই মাসে ২,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা দিতে হবে।

• BLACK iz এসইও অ্যাডভান্স ট্রেনিংটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন @ http://inst.black-iz.com/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8.html ।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

 

Blogroll

Most Reading

Blogger দ্বারা পরিচালিত.

Tags